নতুন পদ্ধতিতে শিখুনঃ কিভাবে con, aux, nul ফাইল তৈরি করবেন !!


সবাইকে আবারও আজকের পোষ্টে স্বাগতম।কেমন আছেন সবাই ???আশা করি সবাই খুবই ভাল আছেন।বাই যেহেতু নতুন সিস্টেম শিখছে আপনি কি শিখবেন না ?? অবশ্যই শিখবেন।


সাধারণত উইন্ডোজ অপারেটিং সিস্টেমে con, aux, nul ইত্যাদি নামে আপনি কোন ফাইল বা ফোল্ডার খুলতে পারবেন না।  একটি টিক্স অনেকেই ব্যবহার করেন লেখার সময় একটা সংখ্যা ব্যবহার করে। এই টিক্সটা অনেকেই জানেন। এখন আজ আপনাদের আরেকটি নিয়ম দেখাব এই ধরনের নাম দিয়ে ফাইল বা ফোল্ডার তৈরির।
MS-DOS কিছু কিছু নামে ফাইল বা ফোল্ডার তৈরি করতে দেয় না। সেগুলো হলঃ-
  • CON : Keyboard ও display
  • PRN : System list device, একটি প্যারালাল পোর্টের জন্য ব্যবহৃত হয়।
  • AUX : Auxiliary device, একটি serial port এর জন্য ব্যবহৃত হয়।
  • CLOCK$ : System real-time clock
  • NUL: Bit-bucket device
  • A:-Z: : Drive letters
  • COM1 : First serial communications port
  • LPT1 : First parallel printer port
  • LPT2 : Second parallel printer port
  • LPT3 : Third parallel printer port
  • COM2 : Second serial communications port
  • COM3 : Third serial communications port
  • COM4 : Fourth serial communications port
আশা করি এই নামগুলোর কার্যাবলিও জানতে পেরেছেন। এটা অনেকেই জানেন বিধায় এটা আপনাদের দেখালাম। আশা করি কেউ রাগ করবেন না। :) এবার একটি হাসুন :)
আপনি যখন এই নাম দিয়ে ফাইল বা ফোল্ডার তৈরি করতে যাবেন। তাহলে একটি ইরর ম্যাসেজ দিবেঃ-
The specified device name is invalid

উপরে যে কয়েকটি নাম দিয়েছি। এছাড়াও আরও নাম রয়েছে, যেগুলো দিয়ে কোন ফাইল বা ফোল্ডার তৈরি করতে পারবেন।{CON, PRN, AUX, NUL, COM1, COM2, COM3, COM4, COM5, COM6, COM7, COM8, COM9, LPT1, LPT2, LPT3, LPT4, LPT5, LPT6, LPT7, LPT8, and LPT9}
এখন আপনি Linux বা MS-DOS এ থাকেন। তখন আপনি যদি এই ধরনের নামের ফাইল তৈরি করতে চান, তাহলে একটি টুলস ব্যবহার করতে হবে। এটা দিয়ে আপনি মাত্র ১ ক্লিকেই তৈরি করে ফেলতে পারবেন। টুলসটির নাম Concu . ডাউনলোড করে এবার কাজ করুন।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ

Post a Comment

0 Comments