অনলাইনে লোগো তৈরি করুন খুব সহজেই!

আপনি কি আপনার ডিজাইনে ইউনিক কিছু দেবার চেষ্টা করছেন? কিন্তু গুগল থেকে আর কোনো ডিজাইন বা ডিজাইন আইডিয়া খুঁজে পাচ্ছেন না? কিংবা আপনার সকল ডিজাইনের প্যাটার্ন একই ধাঁচের হচ্ছে? তাহলে আজকের আমার এই টিউনটি আপনারই জন্য! আজ থেকে আপনি নিজেই প্রিমিয়াম সব ডিজাইন আইডিয়া থেকে আপনার নিজস্ব ইউনিক সব ডিজাইনিং করে সবাইকে চমকে দিতে পারবেন!
নতুন ফেসবুক পেইজ খুলেছেন কিন্তু ভালো লোগো ডিজাইন করতে পারেন না? নতুন সোশাল কমিউনিটি গ্রুপ খুলেছেন কিন্তু লোগো ডিজাইনের জন্য ভালো কাউকে পাচ্ছেন না? কিংবা আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের বর্তমান লোগোটি আপনার কাছে বোরিং লাগছে? আপনি যদি অনলাইনে অল্প সময়ে কোনো লোগো ডিজাইনিংয়ের কথা ভাবছেন তাহলে আজকের ওয়েবসাইট Logaster টি একবার চেক করে দেখতে পারেন।
Logaster একটি অনলাইন ওয়েবসাইট যেটার ব্যবহারের মাধ্যমে আপনি কয়েক মিনিটের মধ্যেই আপনি নিজেই লোগো তৈরি করতে পারবেন। এই ওয়েবসাইটে লোগোর পাশাপাশি বিভিন্ন কর্পোরেট আইডেনটিটি ইলিমেন্টস তৈরি করতে আপনাকে সাহায্য করবে। এই সাইটটির বৈশিষ্ট্য হলো এতে লোগো বানানে হলে আপনার কোনো ধরণের টেকনিক্যাল স্কিলস এর দরকার হবে না। লোগো ডিজাইন জানেন কিংবা জানেন না এমন সবাই এই ওয়েবসাইটের মাধ্যমে তার পছন্দমত লোগো বানাতে পারবে। ওয়েবসাইটে ফ্রিয়ের পাশাপাশি প্রিমিয়াম কোয়ালিটির লোগোও আপনি কমমূল্যে কিনতে পারবেন। এছাড়া আপনার বানানো লোগোটি ভবিষ্যৎতের যেকোনো সময়ে আপনি এডিট করতে পারবেন। এদের লোগোগুলো ১০০% ইমেইজ কোয়ালিটিতে পাবেন আপনি। এরা JPEG, PNG, PDF, SVG সহ বিভিন্ন ইমেইজ ফরম্যাট সার্পোট করে। এছাড়াও Logaster য়ে রয়েছে বিশাল পরিমাণের কাস্টম Fonts এবং Icons এর সমাহার।
সাইটটি ব্যবহার করার আগে এদের পাবলিক গ্যালারিতে একবার ঘুরে আসতে পারেন। লিংক :https://www.logaster.com/gallery/
১) প্রথমে সাইটে চলে যান: https://www.logaster.com/ ওহ আরেকটি কথা! নিশ্চিত হয়ে নিবেন যে আপনার পিসিতে এডোবি ফ্ল্যাশ প্লেয়ারের লেটেস্ট সংষ্করণটি ইন্সটলকৃত হয়েছে। এবার সাইটের মাঝে দেখবেন লেখা রয়েছে Create a logo বাটনে ক্লিক করুন।
২) এবার আপনার সামনে Logo creation wizard আসবে। এখানে প্রথমেই আপনাকে যেটি করতে হবে সেটি হলো আপনার কোম্পানির নাম লিখতে হবে। কোম্পানির নাম বা যে নামে লোগোটি বানাতে চাচ্ছেন সেটি লিখে ফেলুন।
৩) এবার আপনার কোম্পানির নাম দিয়ে অনেকগুলো স্যাম্পল দেখতে পাবেন। আপনার পছন্দ মতো স্যাম্পলটি সিলেক্ট করুন।
৪) এবার আপনার পছন্দকৃত স্টাইলটি বিজনেস কার্ডে কেমন দেখাবে সেটা আপনাকে দেখানো হবে। আপনি চাইলে নিচের Edit Logo concept বাটনে ক্লিক করে বর্তমান লোগোটি মডিফাইড করতে পারবেন কিংভা Choose another logo বাটনে ক্লিক করে অন্য লোগো সিলেক্ট করতে পারবেন।
৫) পছন্দমতো মডিফাইড করে নেক্সট বাটনে ক্লিক করুন।
৬) এবার সবকিছু সেটিং করা হয়ে গেলে Save বাটনে ক্লিক করুন।
৭) এবার লোগোটি সেভ করার জন্য সাইটটিতে আপনাকে সাইন আপ করতে হবে। এর জন্য হয়তো আপনি ইমেইল দিয়ে সাইন আপ করতে পারেন কিংবা নিচের দিকে ফেসবুক, গুগল প্লাস ইত্যাদি একাউন্ট দিয়েও সাইন আপ করতে পারবেন।
৮) এবার লোগো ফাইলটি ডাউনলোড করে নিন। হাই কোয়ালিটির ফাইলগুলো ডাউনলোড করতে হলে আপনাকে টাকা খরচ করতে হবে!
Thankyou......

Post a Comment

1 Comments

  1. I can advise a convenient service https://turbologo.com for creating logos. Usually I create logos there. Plus, it's free!

    ReplyDelete

Thank you...